Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশী বাধা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪০ পিএম

জ্বালানী তেল, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বের হয় এই মিছিলটি। মিছিল নিয়ে নেতাকর্মীরা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কামারখালি এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।


সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি এডভোকেট শেরেনূর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট মাসুক আলম আ ত ম মিছবাহ আবুল মনসুর শওকত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, সেলিম উদ্দিন আহমদ, সৈয়দ তিতুমীর কামরুল হাসান রাজু স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামুসুজ্জামান, ছাত্রদল আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশী বাধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ