Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিসারা গুনাতিলাকাকে ফিরিয়েছে শ্রীলংকা

বাংলাদেশের বিপক্ষে টি-২০ স্কোয়াডে মালিঙ্গা ০ ইমার্জিং কাপ থেকে সিহান টি-২০ দলে

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০১০ সালে খুলে ফেলেছেন টেস্ট ক্যাপ, ২০১৫ সালের পর ওয়ানডে দলের বাইরে লাসিথ মালিঙ্গা। তবে সংক্ষিপ্ত ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেট টি-২০তে ৬৫ ম্যাচে ৮৪ উইকেটে মালিঙ্গা এখনো শ্রীলংকার আস্থার প্রতীক। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-২০ স্কোয়াডে আছেন এই পেস বোলার। হ্যামেস্ট্রিং ইনজুরির চোট এতোটাই যে টেস্ট, ওয়ানডের পর টি-২০ তে ও লংকান অল রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে বিবেচনা করতে পারেনি শ্রীলংকা ক্রিকেট। তার পরিবর্তে টি-২০ সিরিজে শ্রীলংকা দলকে নেতৃত্ব দিবেন উপল থেরাঙ্গা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-২০তে শক্তিশালী দল গড়তে চলমান সফরের সেরা পারফরমারদের দিকেই হাত বাড়িয়েছে জয়সুরিয়ার নেতৃত্বধীন শ্রীলংকা ক্রিকেটের নির্বাচক কমিটি। বাংলাদেশের বিপক্ষে তিসারা পেরেরা সব সময়ই ভয়ংকর বলে এই পেস অল রাউন্ডারকেও ফিরিয়ে এনেছে শ্রীলংকা ক্রিকেট। দলে ফিরেছেন বাংলাদেশে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কা দলের অলরাউন্ডার সিহান জয়াসুরিয়া।
চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া কুসল পেরেরা আছেন টি-টোয়েন্টিতে। টেস্ট, ওয়ানডের পারফরমার চান্দিমাল বিবেচ্য হননি টি-২০ স্কোয়াডে। তবে তা ফিটনেস প্রমাণ সাপেক্ষে আক্রমণাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান সাদুন বিরাকোডিকে রাখা হয়েছে টি-২০ স্কোয়াডে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পারফর্ম করে ওপেনার গুনাতিলাকাও ফিরেছেন টি-২০ দলে। তবে গল টেস্টে ১৯৪’র পর ডাম্বুলায় বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ম্যাচ উইনিং ফিফটিÑ এমন পারফরমেন্সে কুশল মেন্ডিজকে টি-২০ স্কোয়াডের বাইরে রেখেছে শ্রীলংকা ক্রিকেট। তাকে টি-২০ স্কোয়াডের বাইরে রাখার পক্ষে প্রধান নির্বাচক জয়সুরিয়ার ব্যাখ্যাÑ ‘বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ দারুণ খেলেছে সে। তবে এই মুহূর্তে তাকে নিয়ে খুব বেশি নড়াচড়া করতে চাই না।’
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড উপল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা (ফিটনেস সাপেক্ষে), লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্দনা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, শিহান জয়াসুরিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা

১৩ মে, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ