Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পটিয়া পৌর ক্রিকেটের উদ্বোধন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : দক্ষিণ চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত পটিয়া টি-২০ পৌর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাহুলী শাল রয়্যালসকে ৪৪ রানে হারিয়েছে পটিয়া ফাইটার্স। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ফাইটার্স। জবাবে ৯ উইকেটে ১৫১ রান তুলতে সক্ষম হয় রয়্যালস। এর আগে টুর্নামেন্ট কমিটির সভাপতি ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ একে ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা আ’লীগ নেতা আকম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, পৌর আ’লীগের সেক্রেটারী আলমগীর আলম ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাউন্সিলর গোফরান রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ