Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নৌ-বাহিনী

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইএফআইসি বিচ ভলিবলে পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নৌবাহিনী। অন্যদিকে মহিলা বিভাগের ফাইনালে খেলবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও আনসার। আজ কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিকেল ৪টায় দু’বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মহিলা বিভাগে নবজাগরণী ও চট্টগ্রাম মোহামেডান এবং পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও পুলিশ দল। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। এর আগে গতকাল পুরুষ বিভাগের সেমিফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২-০ সেটে পুলিশকে ও নৌবাহিনী একই ব্যবধানে হারায় বাংলাদেশ জেলকে। মহিলা বিভাগের সেমিফাইনালে চট্টগ্রাম ২-০ সেটে নবজাগরণী সংঘকে এবং আনসার হারায় চট্টগ্রাম মোহামেডানকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনাল

১০ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ