Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগেও তিনবার ফাইনাল খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আজ রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে এর আগে তিনবার এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে দুই দেশ। দু’বার শ্রীলঙ্কা টেক্কা দিয়েছে পাকিস্তানকে। একবার বাজিমাত করেছে পাকিস্তান। আরেকটি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবার আগে দেখে নেওয়া যাক সেই তিনটি ফাইনালের ফলাফল-
১৯৮৬, কলম্বো
এশিয়া কাপের দ্বিতীয় মরশুমেই ফাইনাল খেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কলম্বোয় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৫ ওভারে কম কমা ইনিংসে তারা ৯ উইকেটে ১৯১ রান তোলে। ৬৭ রান করেন জাভেদ মিয়াঁদাদ। ৪৬ রানে ৪টি উইকেট নেন কৌশিক। পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪২.২ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫৭ রান করেন রানাতুঙ্গা ও ৫২ রান করেন অরবিন্দ ডি’সিলভা। ৩২ রানে ৩টি উইকেট নেন আব্দুল কাদির। শ্রীলঙ্কা ৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা হন মিয়াঁদাদ।
২০০০, ঢাকা
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে তারা ৪ উইকেটে ২৭৭ রান তোলে। আনোয়ার ৮২, ইনজামাম উল হক ৭২ ও মইন খান ৫৬ রান করেন। ৪৪ রানে ২টি উইকেট নেন নুয়ান জয়সা। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২৩৮ রানে অল-আউট হয়ে যায়। মার্ভান আতাপাত্তু ১০০ রান করেন। ওয়াসিম আক্রম ৩৮ রানে ২টি উইকেট নেন। পাকিস্তান ৩৯ রানে ম্যাচ জিতে এশিয়া চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা হন মইন খান।
২০১৪, মিরপুর
মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে। ফাওয়াদ আলম ১১৪, মিসবা উল হক ৬৫ ও উমর আকমল ৫৯ রান করেন। ৫৬ রানে ৫ উইকেট নেন লসিথ মালিঙ্গা। পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬১ রান সংগ্রহ করে নেয়। ১০১ রান করেন লাহিরু থিরিমানে। ৭৫ রান করেন মাহেলা জয়াবর্ধনে। ২৬ রানে ৩টি উইকেট নেন সৈয়দ আজমল। ৫ উইকেটে ম্যাচ জিতে ট্রফি হাতে তোলে শ্রীলঙ্কা। ম্যাচের সেরা হন মালিঙ্গা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগেও তিনবার ফাইনাল খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ