Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুলতান সুলেমান-এর পূর্বপুরুষের গল্প নিয়ে আসছে দিরিলিস

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী বহুল আলোচিত অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান। গল্প, উপন্যাস, টিভি সিরিজের কল্যাণে তার কাহিনী অজানা নয় কারো। তবে তার পূর্বপুরুষ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর কথা অনেকেরই জানা নেই। একজন সাধারণ মানুষ হয়েও অসামান্য বীরত্বের মাধ্যমে কিভাবে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাহিনী জানাতে আসছে টিভি সিরিয়াল ‘দিরিলিস : আরতুগ্রুল’। তুর্কি ভাষায় নির্মিত এ সিরিয়ালটি গত তিন বছর ধরে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত সাড়া জাগানো এই সিরিয়ালটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন। বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটি শিগগিরই দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। উল্লেখ্য, ‘দিরিলিস : আরতুগ্রুল’ চিত্রায়নের জন্য হলিউডের এক্সপেন্ডিবলস ২, রন ইন, কোনান দ্য ব্যারব্যারিয়ানের মতো চলচ্চিত্রের প্রোডাকশন টিমকে তুরস্কে আমন্ত্রণ জানানো হয়, যারা অভিনেতা, ঘোড়া ও অন্যান্য দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রতি পর্বে সাত মিলিয়ন মার্কিন ডলার বাজেট সম্পন্ন এই অনুষ্ঠান তুরস্কের টেলিভিশনের ইতিহাসে অন্যতম মাইলফলক। ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে প্রতি রবিবার রাত ৯টায় প্রচার হচ্ছে।



 

Show all comments
  • পীযূষ কান্তি দাস ২১ এপ্রিল, ২০১৭, ১:২৫ পিএম says : 0
    আমার খুব ভালো লাগে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুলতান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ