Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার ব্রিটেনে প্রথম নারী কিউসি হলেন বাংলাদেশী সুলতানা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১০:৩১ এএম

এর আগে আদলতে বিচারক হিসেবে প্রথম বাংলাদেশী ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসনে। এবার প্রথম বাংলা‌দেশী বংশোদ্ভূত নারী হি‌সে‌বে কিউসি নিযুক্ত হ‌লেন ব্যারিস্টার সুলতানা তফাদার। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শাহাবউদ্দিন তফাদারের মেয়ে।

ব্রিটেনে আইন পেশায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ বাংলাদেশীরা নানা ধরনের সাফল্য বয়ে আনছেন।

কিউসি বা কুইন্স কাউন্সেল হচ্ছে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাজা বা রানীর শাসনামলে আদালতের সিনিয়র আইনজীবী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিভিন্ন মামলার পরিচালনার দায়িত্ব পালন করেন এই কিউসিরা। প্রতি বছর অভিজ্ঞ এই আইনজীবীদের তালিকা প্রকাশ করে ব্রিটিশ সরকার। তারই ধারাবাহিকতায় সোমবার নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়। ব্রিটিশ রানীর পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুলতানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ