Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সঙ্গীতায়োজনে সালমান শাহ’র গানের রেকর্ডিং

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল সালমানের মৃত্যুর ৪১ দিন পর অর্থাৎ ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। জাকির হোসেন রাজুর লেখা, আবু তাহেরের সুর সঙ্গীতে সাবিনা ইয়াসমিন এবং আগুনের গাওয়া ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ সিনেমার এ গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ২১ বছর পর সেই গান আবারো নতুন সঙ্গীতায়োজনে শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’র জন্য গাইলেন ইমরান ও খেয়া। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির রেকর্ডিং-এর সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন রাজু, জীবন সংসার চলচ্চিত্রের প্রযোজক জলিল, শামীমুল ইসলাম শামীম, আরজু ও পরীমনি। নির্মাতা শামীম জানান, গানটি সালমান শাহকে উৎসর্গ করা হয়েছে। তাই রেকর্ডিং শেষে কেক কাটার আয়োজন রাখা হয়। এই আয়োজনের আগে জাকির হোসেন রাজু তার অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি সত্যিই আজ অনেক বেশি আনন্দিত, গর্বিত। একুশ বছর আগের গান এই সময়ের উপযোগী করে চমৎকারভাবে গানটি করা হয়েছে। ইমরান এবং খেয়া অসাধারণ গেয়েছেন। যেহেতু আমার প্রথম চলচ্চিত্রের গান, তাই ভালোবাসাটা প্রথম সন্তানের মতোই। আমি দোয়া করি, এই গান যেন আমার আগের গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়। সেইসাথে আরজু ও পরীকে বলব সালমান এবং শাবনূরকে ভুলে তোমরা তোমাদের মতো এই গানে পারফর্ম্যান্স করবে, স্বাভাবিক থেকে।’ গানটি গাওয়া প্রসঙ্গে ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই এই গান অনেক শুনেছি, মঞ্চেও গেয়েছি। এই গান আমি নতুন করে কখনো গাইবো, ভাবিনি। জানি, সাবিনা ম্যাডাম, আগুন ভাইয়ের মতো এত সুন্দর হবে না। তারপরও গানটি আমাদের মতো করে গেয়েছি।’ খেয়া বলেন, ‘যেহেতু এর আগে সাবিনা আপা গেয়েছেন। তাই আমার বেশ ভয় কাজ করছিল। তারপরও চেষ্টা করেছি ভালোভাবে গাইতে।’ চিত্রনায়ক আরজু বলেন, ‘যে মানুষটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থেকে চলচ্চিত্রের নায়ক তিনি সালমান শাহ। তার গানে আমি অভিনয় করব, জীবনে এরচেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।’ শামীমুল ইসলাম শামীম বলেন, ‘রাজু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। গানটি আমাকে নতুন করে করতে দিয়ে তিনি বিশাল হৃদয়ের পরিচয় দিলেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ