Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালদ্বীপের রাউধা আথিফকে রাজশাহীতে দাফন

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজছাত্রী ও মডেল রাউধা আথিফের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর হেতেম খাঁ জামে মসজিদে নামাজে জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানে রাউধার লাশের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের সময় বাবা মোহাম্মদ আতিফ, ভাইসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ রাজশাহী নগর পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাউধাকে শেষবারের মতো দেখতে আসেন তার সহপাঠীরা। তারা রাউধা আথিফের লাশের কাছে কিছু সময় কাটান।
এর আগে পরিবারের ইচ্ছা অনুযায়ী বেলা ১১টার দিকে রাজশাহীর বেসরকারি সংস্থা ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’-এর কাছে লাশ হস্তান্তর করা হয়। সংস্থাটি রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে দাফন করে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষে রাওধার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাউধা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত বছরের ১৪ জানুয়ারি থেকে রাউধা ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর রুমে থাকতেন। তিনি মালদ্বীপের মাল এলাকার মোহাম্মাদ আথিফের মেয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালদ্বীপ

২৩ ফেব্রুয়ারি, ২০২২
৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ