মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পর্যটকদের পদচারণায় রেকর্ড সৃষ্টি হলো মালদ্বীপে। এ দ্বীপ রাষ্ট্রের পর্যটন খাত সমৃদ্ধি হয়ে উঠেছে অনেকটাই। জমে উঠেছে পর্যটকদের ভিড়।
জানা গেছে, করোনাকালীন মালদ্বীপে কমে গিয়েছিল পর্যটকদের প্রবেশ। ফলে ধস নেমেছিল পর্যটন খাতে। কিন্তু এ বছর তা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে জানুয়ারি থেকে ৪ জুন মালদ্বীপ ভ্রমণ করেছেন সাত লাখ ১৭ হাজার ৫৫৩ পর্যটক। ২০১৯ সালে জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত ওই দেশে ভ্রমণ করেছিলেন সাত লাখ ৬৫ হাজার ৬৪৮ জন।
সৈকত দেশটিতে একজন পর্যটক গড়ে ৮.২ দিন অবস্থান করেন।
মালদ্বীপ ভ্রমণে শীর্ষে আছেন ভারতের নাগরিকরা (১৪.২ শতাংশ)। দ্বিতীয় স্থানে আছে ব্রিটেন (১২.৪ শতাংশ)। সেরা দশে আরো আছে রাশিয়া, জার্মানি, ইতালি, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সৌদি আরব এবং অস্ট্রিয়া। সূত্র : আজকাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।