বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুফতি আমীমুল ইহসান মুজাদ্দেদী বরকতী রহ. এর নাম অন্যায়ভাবে স্বাধীনতাবিরোধীদের তালিকায় অন্তর্ভুক্তি ও সড়ক থেকে নাম অপসারণের মাধ্যমে আলেম সমাজ, মসজিদ, মাদরাসা ও ইসলামী জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ‘ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটি’র আহ্বানে আগামীকাল ৩১ মার্চ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তরগেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর আয়োজন করা হয়েছে। সমাবেশ বাস্তবায়নের জন্য রাজধানীর মিরপুর, পল্লবী, দারুস সালাম, মুহাম্মদপুর, হাজারীবাগ, লালবাগ, ইসলামবাগ, চকবাজার, সূত্রাপুর, যাত্রাবাড়ী থানাসহ ঢাকা ও আশে-পাশের মাদরাসার ছাত্র-শিক্ষক, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যপক গণসংযোগ চলছে। সরেজমিনে গণসংযোগকালে সর্বসাধারণ বিষয়টি জেনে মারাত্মকভাবে দুঃখিত ও মর্মাহত হন। তারা যে কোন মূল্যে নাস্তিকদের এসব ষড়যন্ত্রের মোকাবিলা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
এ ছাড়া বিকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় ৩১ মার্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষে ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির এক জরুরি বৈঠকে সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ বলেন, ইসলাম, মুসলমান ও ওলামায়ে কেরামমের ঐতিহ্য যে কোন মূল্যে রক্ষা করতে হবে। সে লক্ষে ৩১ মার্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করে প্রমাণ করতে হবে, হযরত হাফেজ্জী হুজুর রহ. এদেশের মানুষের হৃদয়ের সম্্রাট, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গোটা দেশবাসির অন্তরে আঘাত হেনেছে। ৩১ মার্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে তিনি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।