Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল ক্রিকেটে হাবিবুরের পৌনে ৩শ’!

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের এবারকার আসরে সর্বোচ্চ ২৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ঢাকা মেট্রোর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে ক্রিকেটার হাবিবুর রহমান। এই ওপেনারের ব্যাটে চেপে রহমতউল্লাহ মডেল হাই স্কুলকে বিপক্ষে ৪২৭ রানের বিশাল জয় পেয়েছে হাবিবুরের স্কুল। গতকাল রাজধানীর সিটি ক্লাব গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৫৩২ রান তোলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সিটি ক্লাব গ্রাউন্ডে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয় হাবিবুর। নাহিদ আলমের সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র ১৯.৩ ওভারে ২৫৯ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে এই ক্ষুদে ক্রিকেটার। ২০ রানে নাহিদের বিদায়ের পর, অধিনায়ক হাসিবুল হাসানের সঙ্গে হাবিবুর গড়ে ৯৪ রানের জুটি। ৪৩ রান আসে হাসিবুলের ব্যাট থেকে। ক্রিজের অন্যপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিও তুলে নেয় হাবিবুর রহমান। ১১০ বলে আসে তার ২৭৫ রানের অবিশ্বাস্য ইনিংসটি। ৩২ বাউন্ডারির সঙ্গে ২২ ছক্কা হাঁকায় শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে ক্রিকেটার। জবাবে, ১০৫ রানের বেশি করতে পারেনি রহমতউল্লাহ মডেল হাই স্কুল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ