নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) বড় ব্রান্ড এখন মুস্তাফিজ। বাংলাদেশের ক্রিকেটেরও ব্রান্ড ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল আসরে এই কাঁটার মাস্টার। কাটার যাদুতে হাসিয়েছেন সানরাইজার্স হায়দারাবাদকে। প্রথমবারের মতো আইপিএলে সানরাজার্স হায়দারাবাদকে ট্রফির স্বাদ দিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। আইপিএলে নিজের এমন অভিষেকে মুস্তাফিজুরকে অপরিহার্য বিদেশী ক্রিকেটারের তালিকায় রেখে দিয়েছে সানারাইজার্স হায়দারাবাদ। তবে আইপিএলে ১ কোটি ৪০ লাখ রূপীতে সানরাইজার্স হায়দারাবাদে এবার থেকে গেলেও এই দলটির হয়ে এবার আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে মুস্তাফিজুরের। মুস্তাফিজুরকে বিশ্রাম না দিয়ে একটু বেশিই খেলানো হচ্ছে, ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতের এক মিডিয়াম্যানের এমন প্রশ্নে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন মাশরাফি, স্পষ্ট ভাষায় তাকে বলেছিলেন ‘আগে দেশ, তার পর আইপিএল। আমরা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাইছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্প। পরিস্থিতির মুখে গতকাল মুস্তাফিজ নিজেও আইপিএলে খেলার ব্যাপারে করেছেন শঙ্কা প্রকাশ ‘আমার মনে হয় না এবার আমি আইপিএল খেলতে পারব। এখন বোর্ডের অনুমতির অপেক্ষায় আছি। আইপিএলে খুব বেশি ম্যাচ এমনিতেও খেলতে পারব না। সেখানে গেলেও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফিরতে হবে।’
সামনে বাংলাদেশ দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আছে বিপিএলও। তাই নিজেকে ফিট রাখাটাই প্রধান দায়িত্ব বলে উপলদ্ধি করছেন মুস্তাফিজ ‘ইনজুরি থেকে ফেরার পর এখনো ছন্দ ফিরে পাইনি। এবার আইপিএল বাদ দেওয়া উচিত, মাশরাফি ভাই এই পরামর্শ দিয়েছেন। ওনার তার পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সামনে আমাদের লম্বা মৌসুম, আমার ফিট থাকা তাই গুরুত্বপূর্ণ।’
যেহেতু আগে দেশ, তার পর আইপিএল, সেহেতু মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে অনাপত্তিপত্র দেয়ার আগে অনেক কিছুই ভাবতে হবে বিসিবিকে। ফিজিও’র কাছ থেকে ফিটনেস রিপোর্টটাও এক্ষেত্রে পড়বে প্রয়োজন। তাই মুস্তাফিজ দেশে ফিরে না আসা পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবে না বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ‘বাংলাদেশ দল এখন একটি আন্তর্জাতিক সিরিজ খেলছে। সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই অন্য কিছু আপাততঃ ভাবছি না। যেহেতু মুস্তাফিজের ইনজুরিও একটা ব্যাপার, তাই দেশে ফেরার পর ফিজিও ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ওর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’
ইনজুরি থেকে ফেরার পর পারফরমেন্স শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে একটি স্পেল ছাড়া মুস্তাফিজ নিজেকে সেভাবে চেনাতে পারেননি। ক্যারিয়ারের প্রথম ১৩ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে এখনো বিস্ময় বোলারে সবাই গণ্য করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়ে যাওয়া ২টি ওয়ানডে ম্যাচে তার ইকোনমি সন্তুষ্ট করতে পারছে না মুস্তাফিজকেও। প্রথম ম্যাচে ৩ উইকেট পেলেও ওভারপ্রতি খরচা ৬.৮৫, দ্বিতীয় ম্যাচে ১ উইকেটের বিপরীতে ইকোনমি ৭.৫০! ওয়ানডে ক্যারিয়ারে তার গড় ইকোনমি যেখানে ৪.৭৯, সেখানে সর্বশেষ ২টি ওয়ানডে ম্যাচের এই ইকোনমি ভাবাচ্ছে সবাইকে। বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি চার (৭টি) ও একটি ছক্কা হজম করেছেন মুস্তাফিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। ওই ম্যাচে গড় ৬০.০০ ও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আইসিসি’র বর্ষসেরা উদীয়মান মুস্তাফিজ। তার আসল অস্ত্র কাটারও খুব একটা প্রয়োগ করতে পারছেন না।
তবে মুস্তাফিজুকে নিয়ে এখনই হতাশ হবার পক্ষপাতী নন কোচ হাতুরুসিংহে ‘প্রথম ম্যাচে সে তিন উইকেট নিয়েছে, যা ওই ম্যাচে বোলারদের মধ্যে সেরা। এখন তাকে আমরা বোলিংয়ে পরে ব্যবহার করছি। শেষ ম্যাচে ৭-৮ করে ওভার প্রতি রান দিয়েছে ঠিকই, তবে ম্যাচের মধ্যেই ছিল। বড় ধরনের ইনজুরি থেকে ফিরেছে, এটাও বুঝতে হবে। তারপরও চিত্রটা ইতিবাচক। সুতরাং তাকে নিয়ে আমরা কোনও সমস্যা দেখছি না।’ মুস্তাফিজুরকে চেনা রূপে ফিরিয়ে আনতে গতকাল ঐচ্ছিক অনুশীলনে বোলিং কোচ কোর্টনী ওয়ালশের সঙ্গে হেড কোচ হাতুরুসিংহেও করেছেন কাজ। সেন্টার উইকেটের পাশে স্পট বোলিংয়ে স্ট্যাম্পের উপর অনবরত বল করেছেন মুস্তাফিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।