নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আমন্ত্রণমূলক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দুবাইতে আছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। আরও দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা যাচ্ছেন ভারতে। মেয়েদের আইপিএল খ্যাত ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ আসরের দল ট্রেইলব্লেজার্স এবারও দলে নিয়েছে সালমাকে। একই দলে সুযোগ পেয়েছেন সুপ্তাও। তাদের ভারতে ফ্র্যাঞ্চাইজি আসর খেলতে যাওয়ার কথা নিশ্চিত করেছেন সালমা। এই অলরাউন্ডারের আশা এবারও ভালো কিছু করবেন তিনি।
এর আগের বছর দুবাইতে হওয়া ভারতের ঘরোয়া ক্রিকেটের আসরে বেশ ভালো পারফর্ম করেন সালমা। চ্যাম্পিয়ন হয় তাদের দল। এদিকে দেশের বাইরের কোন ঘরোয়া টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেলেন সুপ্তা। ২৪ থেকে ২৮ মে ভারতের পুনেতে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। করোনাভাইরাসের কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে খেলা হলে এবার সব ম্যাচই হবে পুনের মাঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।