Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদ সম্মেলনে অভিযোগ ঈশ্বরদীতে ২ ছাত্রদল নেতার বাড়ি-অফিস ভাঙচুরের মামলা নেয়নি পুলিশ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাত্রদলের দুইজন নেতার বাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনায় পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা জেলা ছাত্রদল। বুধবার দুুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এই ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ঈশ^রদী থানায় অভিযোগ দিলেও তা গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চলতি মাসের ২৩ মার্চ দিবাগত রাতে পাকশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসান সুমনের নতুন রূপপুরের গ্রামের বাড়িতে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা ছাত্রদল নেতা সুমন ও তার আত্মীয়-স্বজনদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। বার বার থানা পুলিশকে অবহিত করার পরও তারা দেরীতে ঘটনাস্থলে পৌঁছান। পরে ঈশ্বরদী ও ভেড়ামারার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন এলে সুমনের আম্মা অগ্নিদগ্ধ হয়ে মারা যেতন বলেও অভিযোগ করা হয়।
সুমন আমেরিকায় অবস্থান করার কারণে এ ঘটনায় তার মা শাহানারা বেগম থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহণ করা হয়নি। অপরদিকে, এই ঘটনার পরদিন রাত ১২টার দিকে ঈশ^রদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সুমনের পৌর এলাকার রহনপুরের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা। সেখানে সুমনকে না পেয়ে নৈশপ্রহরীকে ব্যাপক মারধোর করে ভেতরে প্রবেশ করে লটুপাট চালায়। এ সময় সেখানে অবস্থিত ৩টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয় এবং ব্যবসায়িক কাগজপত্র ও মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর সুমন থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেনি বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সুমন বলেন, ‘সুষ্ঠু রাজনীতি করি আর বৈধভাবে দেশের কয়েকটি প্রতিষ্ঠিত কোম্পানীর ডিলারশীপ নিয়ে ব্যবসা করি।
সেখানে এ ধরনের হামলার কারণ কি তা তার বোধগম্য নয়।’ থানায় কয়েকবার গিয়ে অভিযোগ দেয়ার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করেনি। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে পাকশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসান সুমনের মা শাহানারা বেগম, জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটসহ জেলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলেন, থানায় অভিযোগ দিতে আসলে আমরা কেন তা গ্রহণ করবো না। তারা না এসে উল্টো দোষ দিচ্ছেন। ওসি আরো বলেন, পাকশীর ঘটনাটি আসলে স্থানীয় আওয়ামী লীগের পাকশী ৬ নং ওয়ার্ডের সভাপতি শাহজাহান মন্ডল হত্যার পর পরই ওই বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিজেরাই অন্যদের ফাঁসানোর জন্য এই অগ্নিকান্ডে ঘটনা ঘটিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ