নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : এ বছরই ক্রিকেট বিশ্ব দেখতে পাবে ভারত-পাকিস্তান সিরিজ? সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার অনুমতি চেয়ে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুমিত পেলে এ বছরের শেষ দিকে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়, ২০১৪ সালের এফটিপির বাধ্য-বাধকতার কথা উল্লেখ করে বিসিসিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই আবেদন করেছে। শশাঙ্ক মনোহর বিসিসিআইয়ের প্রধান থাকা অবস্থায় পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালেই একটি সিরিজ আয়োজন করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। কিন্তু দুই দেশের সীমান্ত সমস্যার কারণে তখন অনুমতি দেয়া হয়নি। বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি। আমরা এখনো জানি না, এ ব্যাপারে সরকারের অবস্থানটা কী। এর আগে যখন অনুমতি চাওয়া হয়েছিল তখন দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এফটিপি চুক্তি বাস্তবায়ন করার একটা বাধ্যবাধকতা আছে। এ কারণেই আমরা দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে চাই। সরকারি অনুমোদন ছাড়া বিসিসিআইয়ের এখানে কিছুই করার নেই।’
এ বছরের সেপ্টেম্বর কিংবা নভেম্বরের কোনো একটা সময়ে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজটি খেলতে চায় বিসিসিআই। সেটা দক্ষিণ আফ্রিকা সফরের আগেই নভেম্বরে সংক্ষিপ্ত এই সিরিজটা খেলতে চায় তারা। ২০০৭ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলেনি চিরপ্রতিদ্ব›দ্বী দুই দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।