নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আজ শুরু হচ্ছে পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। টুর্নামেন্টে ১৮টি বালক ও ১৩টি বালিকা স্কুল দল অংশ নিচ্ছে। বালক বিভাগের সব খেলা এবং বালিকা বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডয়ামে অনুষ্ঠিত হবে। বালিকাদের গ্রুপ পর্বের খেলা হবে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। বালক বিভাগের দলগুলো ছয়টি গ্রুপে এবং বালিকা বিভাগের দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বালক বিভাগের স্কুলগুলো হলো সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সানিডেল, ঢাকা গভ. মুসলিম হাইস্কুল, ইয়েল ইন্টারন্যাশনাল, বিআইএসসি, রাজধানী আইডিয়াল স্কুল, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, স্কলাস্টিকা (উত্তরা), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল, স্কলাস্টিকা (মিরপুর, বিএএফ শাহীন কলেজ, ধানমন্ডি টিউটোরিয়াল ও হীড ইন্টারন্যাশনাল। বালিকা বিভাগের স্কুলগুলো হলো ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ, বিআইএসসি, সানিডেল, শাহীদ নবী উচ্চ বিদ্যালয়, গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, স্কলাস্টিকা (উত্তরা), মতিঝিল সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, স্কলাস্টিকা (মিরপুর), ধানমন্ডি টিউটোরিয়াল, শহীদ আনোয়ার গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ও হীড ইন্টারন্যাশনাল। গতকাল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।