রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : চৌদ্দগ্রামে প্রেমিকের সাথে শিশু সন্তানসহ পালিয়েছে পিংকি বেগম নামের এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় গতকাল বুধবার চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছেন পৌর এলাকার শ্রীপুর গ্রামের প্রবাসী সোহাগ হোসেনের মাতা হাজেরা বেগম। অভিযোগে হাজেরা বেগম উল্লেখ করেন, তার ছোট ছেলে সোহাগ হোসেনের সাথে সাত বছর পূর্বে পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের নুরুল হকের মেয়ে পিংকি আক্তারের (২৫) ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিবাহিত জীবনে সাইমা আক্তার নামের ছয় বছর বয়সী তাদের এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পিংকি তার খেয়াল খুশি মত উশৃঙ্খল জীবনযাপন করতো। গত বুধবার দুপুরে সবার অগোচরে পিংকি নগদ সাড়ে চার লাখ টাকা, ৬৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও ৩০ হাজার টাকা মূল্যের বিদেশী কাপড় নিয়ে পিতার বাড়িতে যায়। দুইদিন তার আত্মীয়ের বিবাহ অনুষ্ঠান শেষে চলে আসবে। পরবর্তীতে তার বাবার বাড়িয়ে গিয়ে জানতে পারি- সে ওই বাড়িতে যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।