Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো উঠতি মডেলের ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিক আটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১০:৩৯ এএম

কলকাতায় আরেক উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ বছর বয়সী ওই মডেলের নাম পূজা সরকার। রোববার ভোররাতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ৩ মাসে ৭ জনের বেশি উঠতি মডেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল শহর কলকাতায়।

জানা গেছে, মডেল পূজা দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে একটি ফ্ল্যাটে তার ছেলেবন্ধুর সঙ্গে থাকতেন। তাদের সঙ্গে মডেল পূজার এক বান্ধবী সাবলেট থাকতেন।

স্থানীয়রা জানান, প্রায়ই পূজা ও তার ছেলেবন্ধুর মধ্যে ঝামেলা লেগে থাকত। মারধরের আওয়াজও পাওয়া যেত। পূজার মৃত্যুর ঘটনায় দানা বেঁধেছে রহস্য। এটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সেই ছেলেবন্ধুকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাদের মধ্যে অশান্তি হয়েছিল কিনা, ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সাবলেট থাকা বান্ধবীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের ধারণা, খুন নয়, আত্মঘাতী হয়েছেন এই তরুণী।

উল্লেখ্য, কলকাতায় এর আগে গরফায় ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় আর এক উঠতি মডেল বিদিশার। পাটুলির বাড়ি থেকে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর অস্বাভাবিক মৃত্যু হয়। কসবায় আরও এক উঠতি মডেল সরস্বতীর দেহ উদ্ধার ঘিরেও রহস্য কাটেনি এখনো। এর মধ্যেই উঠতি মডেল পূজার মৃত্যু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ