রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : নিখোঁজের দুই দিন পর এক কলেজছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের তুরাগ নদীর বেরাইদ এলাকার ঘাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সামিয়া আফরিন সৃষ্টি (১৯) রাজধানীর শাহবাগ থানা এলাকার মোহাম্মদ ইসহাক মিয়ার কন্যা। সে গ্রীনরোড এলাকার ওয়াই ডাবিøউ সি গালস স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল বুধবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল মোল্লা বলেন, এলাকাবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে তুরাগ নদীর বেরাইদ এলাকা ঘাট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তার পড়নে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিলো। পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, রবিবার বাসায় মায়ের সাথে ঝগড়া করে বেরিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেন। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, জখমে চিহ্ন দেখে ধারণা হচ্ছে কিছুতে আঘাত লেগে ছিলে গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তদন্ত কাজ শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।