Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কেনিয়ায় খাদ্যাভাবে ভুগছে ৩০ লাখ মানুষ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কেনিয়ায় মারাত্মক খরার বিরূপ প্রভাবে জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে ৩০ লাখে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রেডক্রস গত মঙ্গলবার এ কথা জনায়। কেনিয়ায় পর পর দুই মৌসুম বৃষ্টি না হওয়ায় শস্য ফলন ব্যাপকভাবে কমে গেছে। ফলে খাদ্যদ্রব্যের দাম খুবই চড়া। আর গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ শতাংশে পৌঁছেছে। কেনিয়া রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক ড, আব্বাস গুলেট এক বিবৃতিতে বলেন, ‘পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। শিশুদের মাঝে অপুষ্টির হার বেড়েই চলেছে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। হাজার গবাদি পশুর মৃত্যুর ফলে পারিবারিক আয় একেবারে কমে গেছে। তিনি বলেন, পানি যোগাড় করা কঠিন থেতে কঠিনতর হয়ে উঠছে। পরিবারের জন্য পানি আনতে তিন মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে হচ্ছে। পানির কারণে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জনের বেশি লোক মারা গেছে। এছাড়া পানির অভাবে বন্যপ্রাণীর জীবন বিপন্ন হয়ে ঊঠেছে। বিবৃতিতে বলা হয়, কেনিয়ায় খাদ্যাভাবে ভোগা মানুষের সংখ্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৪০ লাখে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশনের আঞ্চলিক পরিচালক বলেন, পরিস্থিতি মোকাবেলায় ত্রাণসংস্থাগুলোর সামর্থ বাড়ানো প্রয়োজন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেনিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ