মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেনিয়ায় পাকিস্তানের এক সাংবাদিক দেশটির পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিকের নাম আরশাদ শরিফ। স্থানীয় সময় রোববার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি চলন্ত গাড়ি থামাতে গিয়ে ‘ভুলবশত’ তাকে অন্য আরেকজন মনে করে পুলিশ গুলি চালায়। এ ঘটনার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে ওই বিবৃতিতে। সাংবাদিক আশরাফ শরিফ পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচক ছিলেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের একজন বড় সমর্থক ছিলেন। দেশে হয়রানির স্বীকার হচ্ছিলেন এমন অভিযোগে গত আগস্টে ৪৯ বছর বয়সী শরিফ দেশ ছাড়েন। কেনিয়া যাওয়ার আগে তিনি যুক্তরাজ্য ও দুবাইয়েও অবস্থান করেন। তবে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় তিনি কী করতেন, তা স্পষ্ট নয়। এদিকে, সোমবার (২৪ অক্টোবর) পাকিস্তানের করাচিতে সাংবাদিকরা তার হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কেনিয়ার পুলিশের পর্যবেক্ষক টিম, ইন্ডিপেনডেন্ট পুলিশ ওভারসাইট অথরিটি (আইপিওএ) জানায় যে, রাজধানী নাইরোবির কাছে কাজিয়াডো কাউন্টিতে রোববার সন্ধায় ঘটনাস্থলে তারা প্রতিনিধি দল পাঠায়। আইপিওএ-এর চেয়ারপারসন অ্যান মাকোরি সাংবাদিকদের বলেছেন, দলটি ‘একজন পাকিস্তানি নাগরিককে পুলিশের হত্যার অভিযোগ তদন্ত করবে’। পুলিশের বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশ সদস্যরা একটি চুরি যাওয়া গাড়ি খুঁজতে গিয়ে রাস্তা অবরোধ করেছিল। সূত্র : আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।