Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলের মাধ্যমে চীনের সঙ্গে যুক্ত হচ্ছে নেপাল

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রেলের মাধ্যমে চীনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নেপাল। এ বিষয়ে চীন সফররত নেপালি প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সঙ্গে বৈঠক হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়, নেপালের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে শিগগিরই কাজ শুরু করবে চীন। নেপালি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গোবিন্দ আচার্য এতথ্য অবহিত করেন। বর্তমানে সাত দিনের চীন সফরে রয়েছেন নেপানি প্রধানমন্ত্রী। গত সোমবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে ৩৫ মিনিটের বৈঠক হয় তার। বৈঠকে তারা রেল যোগাযোগ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কথা বলেন। বৈঠকে চীনা প্রেসিডেন্ট নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা এবং রেল যোগাযোগসহ দেশটির অবকাঠামো উন্নয়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি চীন ও নেপালের মধ্যে প্রধান বাণিজ্য রুট তাতোপানি আবার খুলে দেয়া নিয়েও আলোচনা করেন। ২০১৫ সালের ভূমিকম্পে রুটটি ক্ষতিগ্রস্ত হয়। দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত হওয়া সমঝোতা স্মারক ও চুক্তিগুলো নিয়ে শি’র সঙ্গে আলোচনা করেন দহল। তিনি ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনে সহায়তা দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, নেপালে ভূমিকম্প-পরবর্তী চলমান পুনর্গঠন কার্যক্রমে প্রধান সহায়তাকারী চীন। গত বছরের মার্চে নেপাল ও চীন ঐতিহাসিক বাণিজ্য, ট্রানজিট ও মুক্তবাণিজ্যসহ ১০টি পৃথক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে। তবে চুক্তিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। নেপাল এগুলো নিয়ে চীনের সাথে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেনি। শিগগিরই এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেছে চীন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ