Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধ রেলস্টেশন সচল হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জনবল সঙ্কটের কারণে ধাপে ধাপে বন্ধ হয়ে যায় পূর্বাঞ্চল রেলের মোট ৪৮টি স্টেশন। এর মধ্যে ৪৭টি ‘বি’ ক্যাটাগরির এবং একটি ‘এ’ ক্যাটাগরির স্টেশন রয়েছে। তবে বন্ধ ঘোষণার পর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব রেলস্টেশন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
জানা গেছে, জনবল সঙ্কট নিরসনের লক্ষ্যে সম্প্রতি ৫৫৭ জন সহকারী স্টেশনমাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এবং শিগগিরই এ পদে আরও উল্লেখযোগ্য লোক নিয়োগ করা হবে। এছাড়া মাঠ পর্যায়ে অন্যান্য শূন্য পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন সেকশনে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শেষপর্যায়ে রয়েছে। কাজ সম্পন্ন হলে ধাপে ধাপে স্টেশনগুলো চালু ও নতুন নতুন ট্রেনের মাধ্যমে রেলওয়ের যাত্রীসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

অচল স্টেশনগুলো সচল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত জানতে চেয়ে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দফতর থেকে সর্বশেষ গত বছরের ১১ নভেম্বর রেলওয়ে সদর দফতরে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর ইতিবাচক মতামত দেয় রেলওয়ের পরিবহন বিভাগ। ফিরতি চিঠিতে প্রধান প্রকৌশলীকে বন্ধ থাকা ৪৮টি স্টেশন গুরুত্ব বিবেচনায় তিন ধাপে চালু করার প্রস্তাব দেওয়া হয়। প্রথম ধাপে ২১টি, দ্বিতীয় ধাপে ১৯টি এবং তৃতীয় ও সর্বশেষ ধাপে আটটি স্টেশন চালু করা হবে।

অচল হয়ে পড়ে থাকা রেলস্টেশনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম-গঙ্গাসাগর সেকশনের বাড়বকুণ্ড, মিরসরাই, মহুরীগঞ্জ, শর্শদী, আলীশহর, নাওটি, ময়নামতি, গঙ্গাসাগর, বারৈয়াঢালা, মস্তাননগর ও কালীদহ। এ সেকশনে সবচেয়ে বেশি ১১টি স্টেশন বন্ধ করা হয়। আখাউড়া-সিলেট-ছাতকবাজার সেকশনের বন্ধ আটটি স্টেশন হলো- লংলা, টিলাগাঁও, ইটাখোলা, লস্করপুর, ভাটেরাবাজার, আফজালাবাদ, খাজাঞ্চিগাঁও ও ছাতকবাজার। ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার সেকশনেও বন্ধ করে দেওয়া হয় আটটি স্টেশন। এছাড়া আখাউড়া-ঢাকা সেকশনে চারটি, ভৈরববাজার-ময়মনসিংহ সেকশনের চারটি, লাকসাম-চাঁদপুর সেকশনে তিনটি, ময়মনসিংহ-ঝারিয়াঝাঞ্জাইল-মোহনগঞ্জ সেকশনে দুটি, চট্টগ্রাম-নাজিরহাট সেকশনে দুটি, লাকসাম-নোয়াখালী সেকশনে দুটি, জামালপুর টাউন জংশন-বঙ্গবন্ধু সেতুর (পূর্ব) তিনটি স্টেশন বন্ধ রয়েছে।

বন্ধ স্টেশনগুলোর মধ্যে লাকসাম-চাঁদপুর সেকশনের মধুরোড স্টেশন (একমাত্র ‘ডি’ ক্যাটাগরির স্টেশন) ও আখাউড়া-সিলেট-ছাতকবাজার সেকশনের ছাতকবাজার স্টেশন কখন বন্ধ করা হয়েছিল, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে রেলওয়ের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, অন্যান্য স্টেশনের মধ্যে ২০০১ সালে একটি, ২০০৩ সালে একটি, ২০০৮ সালে একটি, ২০০৯ সালে পাঁচটি, ২০১০ সালে ছয়টি, ২০১১ সালে পাঁচটি, ২০১৩ সালে ছয়টি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি, ২০১৮ সালে দুটি, ২০১৯ সালে দুটি, ২০২০ সালে তিনটি, ২০২১ সালে দুটি এবং ২০২২ সালে সাতটি বন্ধ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, ‘বি’ ক্যাটাগরির একটি স্টেশনের জন্য তিনজন স্টেশনমাস্টার, তিনজন পয়েন্টসম্যান (পি-ম্যান), একজন পোর্টার, একজন বুকিং সহকারি ও তিনজন গেটকিপার থাকার বিধান রয়েছে। আর ‘ডি’ ক্যাটাগরির রেলস্টেশনের ক্ষেত্রে মাত্র একজন সহকারি স্টেশনমাস্টার অথবা একজন বুকিং সহকারি এবং একজন পোর্টার ও একজন গেটকিপার থাকলেই চলে। যদিও মাত্র একজন মাস্টার দিয়েই ‘ডি’ ক্যাটাগরির অনেক স্টেশন পরিচালনা করা হয়ে থাকে।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন জনবল লোকবল নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। পূর্বাঞ্চল রেলপথের একাধিক প্রকল্পের কাজ শেষপর্যায়ে চলে আসায় বন্ধ স্টেশনগুলো চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। সেগুলো চালু হলে সেবার মান বৃদ্ধির পাশাপাশি রেলের রাজস্ব আয়ও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধ রেলস্টেশন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ