মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বার স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল উত্তর কোরিয়ার নিউক্লিয়ার সাইটের ছবি। ছবিতে দেখা যায় নর্থ পোর্টালের বাইরে সাজানো রয়েছে ৪-৫টি গাড়ি। এখান থেকেই উত্তর কোরিয়া এর আগে চারবার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে। স্বভাবতই এমন ছবি দেখে আঁতকে উঠেছেন বিশেষজ্ঞরা। আশঙ্কা করা হচ্ছে পরমাণু পরীক্ষার প্রস্তুতির জন্যই গাড়িগুলি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কোনো নিউক্লিয়ার ডিভাইস ইনস্টল করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। ছবিতে আরও দেখা যাচ্ছে যে, সেখানে রয়েছে প্রচুর বালির স্তর, যা দিয়ে রেডিয়েশন আটকানো সম্ভব। এর আগেই গোয়েন্দারা জানিয়েছিলেন, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, যা ১০,০০০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে সম্ভব। আমেরিকাকে টার্গেট করেই পরীক্ষা করা হচ্ছে এই মিসাইল। মার্কিন গোয়েন্দাদের দাবি, কিম জং উন আমেরিকার কাছে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইছে। গত শনিবারই তারা ইঞ্জিন পরীক্ষা করেছে বলে খবর রয়েছে। আইসিবিএম মিসাইলের জন্য এই ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে কখনও আইসিবিএম মিসাইলের পরীক্ষা করেনি উত্তর কোরিয়া। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।