Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তরায় আওয়ামীলীগের শীতবস্র বিতরণ ও শান্তি সমাবেশ

উত্তরা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১:২৭ পিএম

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আজ শনিবার সকালে, উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের পিছনের সড়কে এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্র বিতরণ ও শান্তি সমাবেশ করেন। শীত বস্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।আরো উপস্থিত ছিলেন মাহবুব- উল হানিফ এম পি ও মির্জা আজম এম পি। শীত বস্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের হেট্রিক করা তৃতীয় বাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,প্রিয় নেতা হাবিব হাসানের এমন সুন্দর আয়োজন দেখে আমি খুবই খুশি। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, শেখ হাসিনা ডাক দিলেই আপনারা চলে আসবেন। এ দেশেতে আওয়ামী লীগের জন্ম এদেশেতেই আমরা যেন মরি এটা বঙ্গবন্ধুর কথা।আমরা পালিয়ে যাবো না,আগামীতে খেলা হবে দূর্নীতির বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্রাসের বিরুদ্ধে আপনারা প্রস্তুত থাকবেন । ঢাকা -১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আজকের শীত বস্র বিতরণ ও শান্তি সমাবেশের আয়োজন করেন। সমাবেশ অনুষ্ঠানে ১৮ আসনের রাজনৈতিক নেতারা বলেন এ আসনটি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের ঘাটি। জননেত্রী শেখ হাসিনা বিশ্বস্ত সৈনিক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে মহানগর উত্তর আওয়ামী লীগের যে কোন কর্মসূচি সফল করতে তারা প্রস্তুত রয়েছে। শান্তি সমাবেশ ও শীত বস্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের পদচারণায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে। এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর নেতারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শেখ হাসিনার সরকারের পক্ষে আবারো আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান। আজকের শীত বস্র বিতরণ ও শান্তি সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ