Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে মেইন গ্রিডের উপকেন্দ্রে অগ্নিকান্ড লালমনিরহাট ও কুড়িগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

লালমনিরহাট জেলা সংবাদদাতা ঃ লালমনিরহাটের বিদ্যুত বিভাগের ১৩২/১৩৩ কেভি মেইন গ্রিডের উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জেলা শহরের বেশ কয়েকটি ট্রান্সফরমার বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ বিভাগের গাফিলতি নাকি অন্য কোন কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট গ্রিড উপ-কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিক ঘটনাস্থলে বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়। এসময় পুরো শহর জুড়ে আতংকে রাস্তায় লোকজন নেমে আসে। এবং উপকেন্দ্রে ভিড় বাড়তে থাকে উৎসুক জনতার। এ ঘটনায় লালমনিরহাটের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মতিয়ার রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে গ্রিডটি বিপদ মুক্ত আছে।
লালমনিরহাট গ্রিড কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বিপদ কেটে বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। আশা করছি আজকের মধ্যে বিদ্যুৎ চালু করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ