Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজিব রাজ রুবেল তাইজুলের পর তাসকিন

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শামীম চৌধুরী : অবিশ্বাস্যই বটে! প্রথম উইকেটের চিত্রটা দেখে মাথায় হাত উঠতে পারে যে কারো। স্লোয়ার ডেলিভারিতে সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিজের নেয়া পাওয়ার শটটি ফলো থ্রুতে তাসকিনের কাঁধে প্রচন্ড জোরে আঘাত হেনে উঠে গেছে শূন্যে। এমন এক শটে দিকভ্রান্ত হওয়ারই কথা বোলারের। অথচ, শূন্যে ওঠা সেই বলটি পেছনে ফিরে অসামান্য তৎপরতায় পরিণত করেছেন ক্যাচে! কাকতালীয় এই ক্যাচটিই ফিরিয়েছে ম্যাচে বাংলাদেশকে। ইনিংসের মাঝপথে বোলিংয়ের দায়িত্ব পেয়ে প্রথম স্পেলে (৭-০-৩৩-১) দিয়েছেন ব্রেক থ্রু। সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিজকে (১০২) ফিরিয়ে দিয়ে সøগে শ্রীলঙ্কাকে ভয়ঙ্কর হতে দেননি তাসকিন। তাসকিনের শেষ স্পেলটাই (১.৫-০-১৪-৪) রান পাহাড়ে চাপ পড়ার শঙ্কা থেকে বাঁচিয়েছে বাংলাদেশকে। শেষ পাওয়ার প্লে’তে ৭৬ রানে শ্রীলংকার শেষ ৬ উইকেট উড়িয়ে দেয়ায় তাসকিন পাচ্ছেন বাহাবা।
ইনিংসের শেষ ওভারে তাসকিনের হাতে বল তুলে দিয়ে নির্ভার ছিলেন মাশরাফি। তবে ৫০তম ওভারের দ্বিতীয় বলটি অধিনায়কের হাততালি পায়নি। লেগ স্ট্যাম্পের বাইরে ফুলটস ডেলিভারীতে গুনারতেœর হাতে ফাইন লেগে বাউন্ডারি দেখে মাশরাফি একটু বিরক্তই হয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন শেষ ৪ ডেলিভারিতে তার করণীয় কি? অধিনায়কের টিপস পেয়ে পরের তিন ডেলিভারিতে হয়ে গেলেন তাসকিন ইতিহাস। ওভারের তৃতীয় বলে মিড অফে ঠিক বৃত্তের উপরে সৌম্যর হাতে সপে দিলেন গুনারত্নে (৩৯)। পরের বলটি ফুলটস ডেলিভারি দিয়েই সফল তাসকিন, মিড উইকেটে মুস্তাফিজুরের হাতে বন্দি লাকমাল (০)। হ্যাটট্রিক ডেলিভারিটিতে কাউকে অবদান রাখার সুযোগ দেননি। অসাধারণ ইয়র্কারে নুয়ান প্রদীপকে বোল্ড আউটের সঙ্গে সঙ্গে হ্যাটট্রিক আনন্দে ডাম্বুলায় মেতেছেন তাসকিন।
ওয়ানডে ইতিহাসে ৪১তম হ্যাটট্রিকে তাসকিনের, যে রেকর্ডে বিশ্বে তিনি ৩৬তম (মালিঙ্গা ৩ বার, ওয়াসিম আকরাম, সাকলায়েন মুস্তাক, ভাস ২ বার করে) এবং বাংলাদেশ বোলারদের মধ্যে ৫ম। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হ্যাটট্রিকের পথ প্রদর্শক পেস বোলার শাহাদত রাজিব ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই হ্যাটট্রিক দিয়ে শুরু। গত ১১ বছরে সংখ্যাটা বাড়তে বাড়তে ৫ এ এসেছে। শাহাদত রাজিব, বাঁ হাতি স্পিনার রাজ্জাক রাজ, পেস বোলার রুবেল হোসেন, বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের পর ৫ম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডটা গড়েছেন তাসকিন।
ওয়ানডে ক্যারিয়ারের অভিষেকে ছড়িয়েছেন উজ্জ্বাল্য। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেটের (৫/২৮) কৃতিত্ব তারই। ৩ বছর আগে মিরপুরে সেই বোলিং এখনো তাসকিনের ক্যারিয়ার সেরা। আফগানিস্তানের বিপক্ষে গত বছর মিরপুরে ম্যাচ উইনিং বোলিং (৪/৫৯) এর পর ৪ উইকেটের ইনিংসের জন্য অপেক্ষা করতে হয়েছে ৯টি ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে মেলবোর্নে করেছেন হতাশ বোলিং (১০-১-৮২-০), চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে (৯-০-৪১-১) গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ফিরে পেয়েছেন অতীতের ছন্দ। তার গতি নিয়ে কখনো প্রশ্ন করে না কেউ। নিয়ন্ত্রিত বোলিং নিয়েই প্রশ্ন উঠেছে বার বার। তবে মুস্তাফিজুরের অনিয়ন্ত্রিত বোলিং সংক্রমিত হয়নি, একটিও ওয়াইড, নো করেননি গতকাল। মিরাজের পর গতকাল মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন (ওভারপ্রতি খরচা ৫.৩২)। ৫৩টি ডেলিভারির মধ্যে ২৪টি দিয়েছেন ডট। হ্যাটট্রিক ইনিংসের এই বোলিংই (৮.৫-০-৪৭-৪) আবার বিদেশের মাটিতে তাসকিনের সেরা। ২০০৩ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে পোচেস্টর্মে ইনিংসের প্রথম ওভারে হ্যাটট্রিকে বাংলাদেশকে কাঁদিয়েছিলেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। ১৪ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে দিয়ে সেই বদলা তো নিতে পারলো বাংলাদেশ।

বাংলাদেশের ৫ হ্যাটট্রিকম্যান
হ্যাটট্রিকম্যান প্রতিপক্ষ ভেন্যু সাল হ্যাটট্রিকের শিকার
শাহাদত রাজিব জিম্বাবুয়ে হারারে ২০০৬ মুফাম্বিসি, চিগুম্বুরা, উৎসিয়া
আবদুর রাজ্জাক জিম্বাবুয়ে মিরপুর ২০১০ উৎসিয়া, প্রাইস, মপফু
রুবেল হোসেন নিউজিল্যান্ড মিরপুর ২০১৩ এন্ডারসন, ম্যাককালাম, নিশাম
তাইজুল ইসলাম জিম্বাবুয়ে মিরপুর ২০১৪ চাতারা, নিয়াম্বু, পানিয়াঙ্গারা
তাসকিন আহমেদ শ্রীলঙ্কা ডাম্বুলা ২০১৭ গুণারত্নে, লাকমাল, প্রদীপ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ