Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেটিং দাবার শিরোপা রাজিবের

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক রেটিং দাবার অপরাজিত শিরোপা জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব। ৯ রাউন্ড শেষে তিনি ৮.৫ পয়েন্ট পেয়ে সেরার খেতাব জেতেন। একই দলের আকে গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ৮ পয়েন্ট নিয়ে রানার-আপ হন। সাড়ে সাত পয়েন্ট পেয়ে নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় ও হাসান মেমোরিয়াল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান পান। শিরোপা জয়ী রাজিব এক লাখ, রানার-আপ রাকিব পঁচাত্তর হাজার, জিয়া ও মোস্তফা পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রাইজমানি পান। গতকাল বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে প্রতিযোগতার পুরস্কার বিতরণী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন দাবা ফেডারেশনের সভাপতি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ। আরো উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬৫জন দাবাড়– মোট পাঁচ লাখ টাকার অর্থ পুরস্কার লাভ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ২১৪ জন দাবাড়– অংশ নেন। যা এ যাবত কালে সর্বোচ্চ অংশগ্রহণকারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেটিং দাবার শিরোপা রাজিবের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ