Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী রাজিব

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ১১ বছর বয়সী গৃহকর্মী হ্যাপীকে শারীরিকভাবে নির্যাতনে শাহাদত হোসেন রাজীব দম্পতিকে নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে গত বছর। ওই নিন্দনীয় ঘটনায় ৩৮ টেস্ট ৫১ ওয়ানডে এবং ৬ টি-২০ খেলা পেস বোলার শাহাদত হোসেন রাজিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিসিবি নিষিদ্ধ করেছে গত বছরের ১৩ সেপ্টেম্বর। নারী ও শিশু নির্যাতন মামলায় শাহাদত রাজিব খেটেছেন জেল। আদালত থেকে জামিনে বেরিয়ে এসেও ক্রিকেটে ফিরতে পারেননি। বিসিবি’তে আবেদন করেও কোন কাজ হচ্ছে না। বাদিপক্ষের সঙ্গে আপোষ রফায় মামলা তুলে নেয়া ছাড়া শাহাদত রাজিবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বিসিবি, গত ১৬ এপ্রিল সে অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বিসিবি। ক্রিকেট তার একমাত্র রুটি-রুজির উপায় বলে আদালত তাকে জীবিকার প্রয়োজনে নিজের পেশায় যুক্ত হবার অনুমতি দিলেও সেই অনুমতি পত্রে বরফ গলছে না বিসিবি’র। বাদিপক্ষ মামলা তুলে নিলে খেলার সুযোগটা দিবে মোহামেডান, ঐতিহ্যবাহী ক্লাবটির এই সহমর্মিতা সত্তে¡ও বাদ সেধেছে বিসিবি’র অবস্থান। তাই নিরুপায় হয়ে গতকাল গৃহকর্মী নির্যাতনে অনুতপ্ত রাজিব চেয়েছেন দেশবাসীর কাছে ক্ষমা। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে ক্রিকেটে ফেরার আকুতিই জানিয়েছেন রাজিবÑ‘ আমি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত। পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ সকল বোর্ড কর্মকর্তা ও আমার সহ-খেলোয়াড়দের কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি। ক্রিকেটিই আমার ধ্যান-জ্ঞান, পেশা। আমি বিশ্বাস করি দেশকে, দেশের ক্রিকেটকে আমার এখনো অনেক কিছু দেয়ার আছে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই আমি ক্রিকেটে ফিরতে চাই। জীবিকা নির্বাহের তাগিদে দ্রæতই ক্রিকেটে ফিরতে চাই। আর এ ব্যাপারে দেশবাসী, ক্রিকেট বোর্ডসহ সকলের কাছে মিনতি করছি, অতীতের ভুল শুধরে আপনাদের আগের শাহাদাত হয়ে ফেরার। আমি আমার অতীতের কৃতকর্মের জন্য আবারো অনুতপ্ত। ক্রিকেট বোর্ড আমার জন্যে অনেক কিছু করেছে। আমি যখন লিগামেন্টের ইনজুরিতে পড়েছিলাম তখন ক্রিকেট বোর্ডই আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিল। আমাকে খেলার জন্যে একটা সুযোগ দেয়া হোক। আমি একজন পেশাদার ক্রিকেটার, আমার ক্রিকেট ছাড়া অন্যকিছু নেই এবং আমার একটা বাচ্চা আছে। আমার এখন খুবই কষ্ট হচ্ছে সবকিছু করতে। আমি একজন সুস্থ মানুষ তারপরও আমি ক্রিকেট খেলতে পারছি না। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। দেশবাসীসহ সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যেন আবার একটা সুযোগ পাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী রাজিব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ