Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের ‘ডক্টর ডুলিটল’ রবার্ট ডাউনি জুনিয়র

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

হলিউডের ফিল্ম যারা দেখে তাদের মধ্যে কে না ‘ডক্টর ডুলিটল’ নামের সেই পশুরোগ চিকিৎসককে চেনে। সেই যে ডাক্তার যে তার পশুরোগীদেরসহ সব প্রাণীদের ভাষা বুঝতে পারে। এই বা গত প্রজন্মের সবাই এই চরিত্রে এডি মারফিকেই ভেবে নেবে। কিন্তু, না, এবার এই ভ‚মিকায় আসছেন রবার্ট ডাউনি জুনিয়র। তিনি আসন্ন ‘দ্য ভয়েজ অফ ডক্টর ডুলিটল’ চলচ্চিত্রে কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করবেন। কাহিনী নতুন হলেও ডা. ডুলিটল এবারও প্রাণীদের সঙ্গে কথা বলবে।
‘দ্য ভয়েজ অফ ডক্টর ডুলিটল’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন স্টিফেন গেগান।
ব্রিটিশ লেখক হিউ লফ্টিং ১৯২০-এর দশকে ভিক্টোরীয় আমলের ডা. ডুলিটলকে নিয়ে শিশুদের জন্য সিরিজ বই লিখেছিলেন।
ডা. ডুলিটলকে নিয়ে প্রথম চলচ্চিত্র মুক্তি পায় ১৯৬৭ সালে; সেই মিউজিকাল ফিল্মটিতে কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করেছিলেন রেক্স হ্যারিসন। সেই সময় চলচ্চিত্র সেরা ভিজুয়াল ইফেক্টস আর সেরা মৌলিক গানের জন্য অস্কার পেয়েছিল।
এডি মারফির অভিনয়ে ১৯৯৮ সালে ‘ডক্টর ডুলিটল’ মুক্তি পায় এবং সিকুয়েল ‘ডক্টর ডুলিটল’ মুক্তি পায় ২০০১ সালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুনিয়র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ