প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘আরআরআর’। নানা কারণে স্থগিত হয়েছে সিনেমাটির মুক্তির দিন। তবে প্রতীক্ষার প্রহর শেষ করে আজ (২৫ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটি বিশ্বের নানা দেশে প্রায় ৮ হাজার হলে। এরইমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকের ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।
ট্রেলার দিয়েই হইচই ফেলে দিয়েছে ‘আরআরআর’। অপেক্ষা ছিল মুক্তির। সেই অপেক্ষার অবসান ঘটলো। দলবলে দর্শক হলে যাচ্ছেন তারকাবহুল সিনেমাটি দেখতে। এ সিনেমাতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অজয় দেবগান ও গাঙ্গুবাই খ্যাত আলিয়া ভাটকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি।
ধারণা করা হচ্ছে ‘আরআরআর’ বাণিজ্যিকভাবে ব্যবসা সফল হবে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, হাইপ বিবেচনা করে ‘আরআরআর’ সারা বিশ্বে খুব বিস্তৃতভাবে রিলিজ হয়েছে। ভারতে হিন্দি সংস্করণে এটি প্রায় ৩২০০ হলে মুক্তি পেয়েছে। দক্ষিণের যে কোনো জায়গায় এটির স্ক্রিন ৩ থেকে সাড়ে ৩ হাজারের মধ্যে।
সূত্র আরও জানায়, ভারতের বাইরে সিনেমাটি ১৭৫০টি হলে দেখা যাবে। সব মিলিয়ে সিনেমাটি বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে। এছাড়াও বিশ্বব্যাপী ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে আইএমএএক্স স্ক্রিনে মুক্তি পাবে ‘আরআরআর’।
শোনা যায়, মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। স্বত্ত্ব বিক্রির মাধ্যমে এই আয় হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।