Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনিবার বাংলাদেশের উজেবক পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৩০ পিএম

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে শনিবার বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলের উজবেকিস্তান পরীক্ষা। ইতোমধ্যে তিন ম্যাচ খেলে রিতু খানম বাহিনী দু’টোতে হেরেছে আর জয় পেয়েছে একটিতে। প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েন রিতু-ঝর্ণারা। নারী হকির আন্তর্জাতিক কোনো ম্যাচে এটাই বাংলাদেশের প্রথম জয়। লঙ্কানদের বিপক্ষে সেই জয়ে উজ্জীবিত হয়ে নিজেদের তৃতীয় ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হয় বাংলাদেশ। কিন্তু ১২ সেপ্টেম্বরের সেই ম্যাচে ভালো খেলেও হংকং চায়নার কাছে ১-০ গোলে হেরে যায় লাল-সবুজরা। চতুর্থ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে ঘুড়ে দাঁড়াতে পারবে কি মেয়েরা। এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের হকিপ্রেমীদের মনে। সিঙ্গাপুরের সেংক্যাং স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়ইটায় শুরু হবে উজবেকিস্তান-বাংলাদেশ ম্যাচটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ