Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জুনিয়র কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ৮:২৪ পিএম

জুনিয়র বিশ্বকাপ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ব্রোঞ্জপদক জিতল বাংলাদেশ কিশোর দল। শুক্রবার ইরানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে হারলেও তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেই আসর শেষ করে লাল-সবুজরা। ম্যাচে ইরান ৫২-২০ পয়েন্টে হারায় বাংলাদেশকে। একই দিন অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে কেনিয়া। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ব্রোঞ্জপদক। সে হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তান ব্রোঞ্জ পেয়েছে।

জুনিয়র বিশ্বকাপ কাবডির প্রথম আসরে ১৩টি দেশ অংশ নেয়। এরা হলো-স্বাগতিক ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ডেনমার্ক, আজারবাইজান, বাংলাদেশ, আফগানিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা, ইরাক ও কেনিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব জুনিয়র কাবাডি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ