Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কংগ্রেস সমাপ্ত ২৭ সদস্যের কমিটি ঘোষণা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চারদিনব্যাপী নবম কংগ্রেসের সমাপ্তি অধিবেশন গতকাল শেষ হয়েছে। আগামী ৩ বছরের জন্য পার্টির ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়। কংগ্রেস ১৭ জন পূর্ণাঙ্গ সদস্য ও ২ জন বিকল্প সদস্যসহ ১৯ জনকে সরাসরি কেন্দ্রীয় কমিটিতে নির্বাচন করেছে। শূন্য পদসমূহে পরবর্তীতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাইফুল হককে সাধারণ সম্পাদক ও ৫ সদস্যের পলিটব্যুরো গঠন করা হয়।। ৫ সদস্য বিশিষ্ট পলিটব্যুরোর সদস্য হলেন সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
কেন্দ্রীয় সদস্যরা হলেন সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মুকলেছুর রহমান, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, কাজী সালাউদ্দিন মুকুল, সজীব সরকার রতন, সরদার রইফউদ্দীন, ফিরোজ আহমেদ, শাহাদাৎ হোসেন খোকন, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ডা. খন্দকার মোসলেউদ্দীন, মো. শাহজাহান ও মাহমুদ হোসেন। বিকল্প সদস্য খলিলুর রহমান ও স্নিগ্ধা সুলতানা ইভা। একই সাথে ১১ জন কেন্দ্রীয় সংগঠকও নির্বাচন করেছে। কেন্দ্রীয় সংগঠক হলেন মোজাম্মেল হক, ইমরান হোসেন, শেখ মো. শিমুল, হানিফ শেখ, রহিমা খাতুন, শাহিন আলম, সুফিয়া বেগম, আকরাম হোসেন, নূর আলম, বিধান চন্দ্র দাস ও ফায়জুর রহমান মুনীর। এছাড়া গিয়াস উদ্দিন, রাজবিহারী দাস ও সোলায়মান মন্ডলকে নিয়ে কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন গঠন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপ্লবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ