Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসির ওপর সরকারি নিয়ন্ত্রণ বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে বিতর্কিত না করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে বিতর্কের বাইরে রাখতে এসব প্রতিষ্ঠানের উপর সরকার ও সরকারি দলের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকার ও সরকারি দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিস্তার নিয়ন্ত্রণের কারণেই নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বিতর্কিত ও অকার্যকরী হয়ে পড়েছে। সরকার ও সরকারি দলের ভূমিকার কারণেই নির্বাচন কমিশন অসহায়, দুর্বল ও খোলা হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের অকার্যকারিতায় গোটা নির্বাচনী ব্যবস্থার উপর ইতিমধ্যে গণহতাশা ও গণঅনাস্থা তৈরী হয়েছে। জনগণের ভোটাধিকার আজ গুরুতর হুমকির মুখে। দুর্নীতি কমিশনের উপরও জনগণের আস্থা নেই। মানবাধিকার কমিশনও ক্ষমতাহীন, বিচার বিভাগও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তিনি গ্রহণযোগ্য ও আস্থাভাজন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জনগণের মতামত ও পরামর্শ বিবেচনায় নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। গতকাল পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন। পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির আহ্বায়ক আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সদস্য এ্যাপোলো জামালী, শাহাদাৎ হোসেন খোকন, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ফায়জুর রহমান মনির, বিলকিস বেগম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসির ওপর সরকারি নিয়ন্ত্রণ বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ