বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : আলোর মিছিলের পথ ধরে মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতার সঠিক ইতিহাসের কালজয়ী অধ্যায় ওঠে আসবে নতুন প্রজন্মের চোখের সামনে। এপ্রজন্মের সন্তানরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সেই আলোয় সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে রাখবে অগ্রগন্য ভূমিকা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা কমান্ডের কমান্ডার সফিউল আহমেদ বাবুল গণহত্যা দিবসে মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে আলোর মিছিল শুরুর আগে এভাবেই তাঁর প্রতিক্রিয়া তুলে ধরেন। কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠ থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে শনিবার রাতে মশাল মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। আলোর মিছিলের নেতৃত্ব দেন কমান্ডার সফিউল আহমেদ বাবুল। এসময় মিছিলে ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরীসহ অন্তত পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।