Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজে ফিরতে চায় শ্রীলংকা

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ হোমে অস্ট্রেলিয়াকে ৩-০তে টেস্ট সিরিজ হারিয়ে দেয়ার পর ওয়ানডে ম্যাচে বড় দু:সময়ে কাটছে শ্রীলংকার। হোমে সেই অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারিয়ে, দ. আফ্রিকা সফরে ওয়ানডেতে বিধ্বস্ত হয়ে বাংলাদেশের কাছে এবার পর্যুদস্ত হয়েছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সমীকরন মেলানোর পরীক্ষায় শ্রীলংকাকে বড় ধরনের দূর্ভাবনায় ফেলে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯০ রানে হেরে বিধ্বস্ত দলটি হারিয়েছে ডিকভেলাকে। বাঁ হাতে হেয়ারলাইন ফ্রাকশ্চারে সিরিজ থেকে ছিটকে পড়েছেন এই মিডল অর্ডার। বাধ্য হয়ে বাংলাদেশকে মোকাবেলায় অফ স্পিনার দিলুরুয়ান পেরেরা এবং ২ পেস বোলার নুয়ান কুলাসাকেরাও নুয়ান প্রদীপকে স্কোয়াডে যুক্ত করেছে শ্রীলংকা।
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে আজ, শ্রীলংকা ক্রিকেটারদের মতো ৯৬’র বিশ্বকাপ শিরোপা জয়ী দলের ওপেনার এবং বর্তমানের ম্যানেজার অশাঙ্কা গুরুসিংহেরÑ ‘আমাদের চেয়ে বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নামবে। তা ঠিক। তবে আমাদের ছেলেরাও প্রস্তুত। আমরা যে পরিকল্পনা করেছি, তা ঠিকমতো কাজে লাগাতে পারলে আশা করি সামনের ম্যাচটি জিততে পারব। ব্যক্তিগত নৈপুণ্যের দিকে তাই তাকিয়ে আছি। এই ম্যাচে সবাই মনোযোগ ধরে রাখতে পারবে বলে আশা করছি। ঘুরে দাঁড়াতে চাই। কারন, জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই আমাদের।’
প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে যথার্থ প্রমান করতে পারেনি শ্রীলংকা অধিনায়ক। তাই টস নিয়ে না ভেবে পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দেয়ার পরামর্শ ক্রিকেটারদের দিয়েছেন তিনিÑ ‘সর্বশেষ ম্যাচে আমরা টস জিতে আগে বোলিং করেও সুবিধা আদায় করে নিতে পারিনি। তাই টস জয়টা সব সময় গুরুত্বপূর্ণ নাও হতে পারে! আশা করছি পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারবে। টস জিতলে সেটা আমাদের জন্য ভালোই হবে।’
এক সময়ে ফিল্ডিংয়ে বিস্ময় ছড়ানো দলটি হারিয়েছে সেই সুনাম। এখানেই দৃশ্যমান উন্নতির প্রত্যাশা করছেন গুরুসিংহেÑ‘ এই জায়গায় আমাদের ব্যর্থতাই মূলত ম্যাচ হারের কারণ। সীমিত ওভারের খেলায় ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। একটি বাজে ফিল্ডিং মুহূর্তটা পাল্টে দেয়। আশা করি পরের ম্যাচে এই জায়গায় আামদের উন্নতিটা সবার চোখে পড়বে।’
ওয়ানডে সিরিজে দু’দলের মধ্যে ব্যবধান অভিজ্ঞতায়। ওয়ানডেতে বাংলাদেশ ধারাবাহিক পারফর্ম করায় সফরকারী দলকেই শক্তির বিচারে এগিয়ে রাখছেন গুরুসিংহেÑ‘ বাংলাদেশ অভিজ্ঞ দল,তাই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। এই দলে ১০০ ওয়ানডে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। তারা যে কেউ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এছাড়া বেশ ক’জন ক্রিকেটার আছে, যারা ৭ থেকে ৮ বছর ধরে একটানা খেলছেন। তাই তাদের মধ্যে বোঝাপোড়াটা ভালো। অন্যদিকে শ্রীলঙ্কা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ