Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআনের ওপর মেহনত বাড়াতে পারলেই তাকওয়া অর্জন সম্ভব -দেশব্যাপী জাতীয় কুরআন প্রতিযোগিতায় নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র কুরআনের ওপর মেহনত বাড়াতে পারলেই তাকওয়া অর্জন সম্ভব। মাদরাসার হাফেজ ছাত্রদের মেহনতের মাধ্যমে হক্কানী আলেম হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমেই একজন মানুষ আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। যারা ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে তারা ইসলাম, দেশ ও জাতির দুশমন। জঙ্গিবাদীদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। রোববার রাতে যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ একথা বলেন। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি মিজানুর রহমান কাসেমী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ক্বারী আব্দুল হক, সিনিয়র সহ-সভাপতি হাফেজ ক্বারী বজলুল হক, আল্লামা আবু তাহের জেহাদী, মিসর থেকে আগত শোয়াইব মোহাম্মাদ আল আযহারী, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যন আবু ইউসুফ ও সেক্রেটারি মুফতি মো: মহিউদ্দীন, কুরআনের আলোর বিশিষ্ট বিচারক ক্বারী মোঃ জহিরুল ইসলাম, ক্বারী আবু রায়হান, দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার হারুন জামিল, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার শামসুল ইসলাম, মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতী আবুল হাসান সামসাবাদী, দৈনিক প্রথম আলোর ধর্মীয় উপদেষ্টা শাইখ মুহাম্মদ উসমান গনি, মুফতি এনায়েতুল্লাহ, দত্তপাড়া মাদরাসার (নরসিংদি) প্রিন্সিপ্যাল মাওলানা শওকত সরকার, নোয়াখালীর প্রবীণ আলেম মো: আব্দুর রহমান, মুফতি আলী আযম (দারুল আরকাম বি-বাড়ীয়া), মাওলানা আহমদুল্লাহ (আরজাবাদ মাদরাসা) ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ক্বারী রফিক আহমদ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ক্বারী সা’দ সুরাইল। দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বাছাইপর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে ফাইনাল পর্বে মিলন মেলা তিন শতাধিক বাছাইকৃত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনজনকে স্বর্ণ, রৌপ্য ও কম্পিউটারসহ ১০ জনকে আকর্ষণীয় গিফটহ্যাম্পার তুলে দেয়া হয়। এদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী চট্টগ্রাম বিভাগের তারেক মনোয়ারকে স্বর্ণপদক, খুলনা বিভাগের ওমর ফারুককে রৌপ্য পদক এবং বি-বাড়ীয়া জোনের বিজয়ী মোহাম্মাদ শেখ তামিম-কে কম্পিউটারসহ বিভিন্ন পুরস্কার এবং ৭টি বিভাগীয় ও ৩টি জেলা প্রতিনিধিকে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ