Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুদিনের আন্তর্জাতিক সঙ্গীত উৎসব

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের আয়োজনে আজ ও আগামীকাল আন্তর্জাতিক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছে ডায়মন্ড ওয়ার্ল্ড। দু’দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধাপক ড. মীজানুর রহমান, ট্রোজারার অধ্যাপক ড. সেলিম ভুঁইয়া এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। উৎসবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে পন্ডিত অমরেশ রায় চৌধুরীকে। সঙ্গীত পরিবেশন করবেন শাহিন সামাদ, সাদি মহম্মদ, সুবীর নন্দী, শামা রহমান, লাইসা আহমেদ লিসা, সামিনা চৌধুরী, অণিমা রায়, চন্দনা মজুমদার ও শফি মন্ডল। আমন্ত্রিত বিদেশি অতিথি হিসেবে পারফর্ম করবেন ভারত, চীন, ইন্দোনেশিয়ার সঙ্গীত শিল্পীবৃন্দ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষার্থীদের পরিবেশনার বাইরে আমন্ত্রিত শিল্পীদের পেিবশনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক উৎসবের আহ্বায়ক ও উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়। প্রথমবারের মতো আন্তর্জাতিক উৎসব প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরেও এই উৎসবটিতে আমার প্রাণের তাগিতটা বেশি। কারণ বর্তমান সামাজিক উন্নয়নে খুব বড় ভ‚মিকা রাখতে হবে আমার সঙ্গীত ও সাংস্কৃতিক অভ্যেস গড়ে তোলা। সেদিক দিয়ে এই উৎসবকে আন্তর্জাতিকভাবে আয়োজনটাও আমার কাছে একটা গুরুদায়িত্বের মতো। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অংশ নিয়েছেন আমাদের এই আয়োজনে। আশা করছি একটি দারুণ নান্দনিক সঙ্গীত উৎসব আমরা উপহার দিতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জগন্নাথ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ