বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জগন্নাথ বশ্বিবদ্যিালয়রে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদেকে অপসারণের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যায়। শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়ে সেখানে বিক্ষোভ করছেন। আজ সকাল ৯টায় সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
প্রধান ফটক বন্ধ করে দেয়ার কারণে কলা অনুষদের পকটে গেট খুলে দিতে বাধ্য হয় বশ্বিবদ্যিালয় র্কতৃপক্ষ। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অনেক শিক্ষক ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। ওদিকে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ এলাকায় অবস্থান নেয়।
এ ব্যাপারে প্রক্টর ড. নূর মোহাম্ম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। উপাচার্যের সঙ্গে দেখা করবে তারা। সম্প্রতি প্রকাশনা জালিয়াতির অভিযোগে নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুতি করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ওই শিক্ষক ষড়যন্ত্রের শিকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।