Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরচ্যারিতে মেয়েদের সাফল্য

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ আরচ্যারিতে সাফল্যের ধারাবাহিকতায় রয়েছেন বাংলাদেশের নারী আরচ্যাররা। আগের দিন লাল-সবুজের অলিম্পিয়ান নারী আরচ্যার শ্যামলী রায় জিতেছিলেন ব্রোঞ্জপদক। এবার আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ মহিলা আরচ্যারি দল। গতকাল রূপা জিতে দেশের মুখ উজ্জ্বল করলে তারা। এদিন থাইল্যান্ডের ব্যাংককে টুর্নামেন্টের মহিলা দলগতের কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশকে রৌপ্যপদক এনে দেন সুস্মিতা বণিক, রোকশানা আক্তার ও বন্যা আক্তাররা। আসরে লাল-সবুজের পুরুষ দল তেমন সাফল্য না পেলেও দু’টি পদক জিতে হতাশা কাটিয়েছেন নারী তীরন্দাজরা। শুক্রবার মহিলা রিকার্ভ একক ইভেন্টে শ্যামলী রায় ৬-৪ সেট পয়েন্টে ফিলিপাইনের নিকোল ম্যারি টাগলকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। আর কাল টুর্নামেন্টের শেষ দিনে আরেকটি সাফল্য তুলে আনলেন মেয়েরাই। সুস্মিতা বণিক, রোকশানা আক্তার ও বন্যা আক্তারের সমন্বয়ে গড়া বালাদেশ মহিলা কম্পাউন্ড দল স্বর্ণ জয়ের কাছাকাছি গিয়েও অল্পের জন্য তার নাগাল পায়নি। ফাইনালে তীব্র প্রতিদ্ব›িদ্বতার পর চাইনিজ তাইপের কাছে হেরে যায় তারা। র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে মাত্র পাঁচ পয়েন্টের ব্যবধানে হার মানে বাংলাদেশ। চাইনিজ তাইপে ২২৪ এবং বাংলাদেশের স্কোর ছিল ২১৯। এর আগে প্রথম রাউন্ডে বাংলাদেশের এই তিন নারী আরচ্যার ২২৫-২১২ স্কোরে ভিয়েতনামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ আটে তারা ২২৭-২২৩ স্কোরে হারান র‌্যাঙ্কিংয়ে তৃতীয়স্থানে থাকা ইন্দোনেশিয়াকে। ফলে শেষ চারে বাংলাদেশ পায় মিয়ানমারকে। সুস্মিতা, রোকসানা ও বন্যার সমন্বয়ে গড়া বাংলাদেশ দল ২২৫-২১৮ স্কোরে মিয়ানমারকে হারিয়ে পৌঁছে স্বপ্নের সোনার লড়াইয়ে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত পেরে উঠেনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির বিপক্ষে। তাই রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের মেয়েদের।
বলা যায়, আরচ্যারির জন্য বাংলাদেশের লাকি ভেন্যু ব্যাংকক। এখানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। আর এখান থেকেই পদকের পর পদক ঘরে তুলেন লাল-সবুজের আরচ্যাররা। ২০১৪ সালে এই ব্যাংককেই এশিয়া কাপের রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের রোমান সানা স্বর্ণপদক জয় করেছিলেন। পরের বছর একই আসরে বাংলাদেশ পুরুষ দল রুপা জিতেছিলো। আর এবার নারীরা পেলেন রৌপ্য ও ব্রোঞ্জপদক। এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ টুর্নামেন্ট শেষে কাল রাতেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ আরচ্যারি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাফল্য

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ