মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য থাকার কথা স্বীকার করে নিলেও প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমরা সবাই এখন তার সাফল্যই কামনা করছি। ট্রাম্পের কাছে সুুষ্ঠভাবে ক্ষমতা হস্তান্তরে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন ওবামা। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক বিবৃতিতে ওবামা বলেন, দেশকে একতাবদ্ধ করা এবং নেতৃত্ব দেয়ার ব্যাপারে আমরা সবাই এখন ট্রাম্পের সাফল্য কামনায় অবিচল রয়েছি। নির্বাচনে হিলারির পরাজয়ে মুষড়ে পড়া ডেমোক্র্যাটদেরও হতাশা দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়ে ওবামা তার বক্তব্যে ইতিবাচক সুরে কথা বলেন। শান্তিপূর্ণভাবে ট্রাম্পের হাতে ক্ষমতা তুলে দেবেন জানিয়ে ওবামা বলেন, এটি আমাদের গণতান্ত্রিক বৈশিষ্ট্য। আগামী কয়েক মাসে আমরা বিশ্বকে তা সুুষ্ঠভাবে সম্পন্ন করে দেখাব। একটি ফোন কলে ওবামা বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য তাকে আমন্ত্রণ জানান। ট্রাম্পের জয়ের খবরে দেশজুড়ে অনেকেরই হতাশায় নিমজ্জিত হয়ে পড়ার বিষয়টি স্বীকার করে নিলেও ওবামা বলেন, এখন জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সময়। তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই নির্বাচনে নিজ নিজ পক্ষ হেরে গেলে দুঃখ পাই। কিন্তু তারপরই আমাদের স্মরণে রাখতে হবে যে, আমরা আসলে এক দলের মধ্যেই আছি। আমরা প্রথমেই ডেমোক্র্যাটও না, আবার রিপাবলিকানও না। আমরা সবাই প্রথমে আমেরিকান। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।