পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহে কর আদায়ে সাফল্য অর্জিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহে গতবারের চেয়ে ৫ গুণ কর আদায় হয়েছে। এ অর্জনের মধ্যে দিয়েই সপ্তাহব্যাপী আয়কর মেলা সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ কর অঞ্চলের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ। তিনি জানান, সাত দিনব্যাপী বিশাল আয়োজনের মাধ্যমে ২৯ হাজার ৮১৪ জন ব্যক্তিকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে। মেলায় উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৬ হাজার ৩৭৩ জন করদাতা। আর এর মাধ্যমে আদায়কৃত মোট আয়করের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৯২৮ টাকা। এ সময় অতিরিক্ত কর কমিশনার ফজলুর রহমান, উপ কর-কমিশনার আলাহউদ্দিন আহমেদ, চার সহকারী কর কমিশনার সৌমিত্র চক্রবর্তী, নুরুল হুদা, সারোয়ারুল হক বিশ্বাস, এস এম মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ জানান, মেলায় উৎসবমুখর পরিবেশে ১ হাজার ৭৩৪ টি নতুন টি-আইএন ইস্যু করা হয়। এ ছাড়া ১৪ জন পুরাতন করদাতা রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।