বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর মোহরায় ছাদের রেলিং ভেঙে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। গতকাল (শনিবার) বিকেলে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার রফিক ম্যানসনের সামনের একটি দোতলা ভবনের রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-আশরাফুল আলম (১৫)। সে বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার নুরুল আলমের পুত্র। চান্দগাঁও এলাকার মোহরায় সে পরিবারের সাথে থাকত।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হান্নান জানান, সন্ধ্যা ছয়টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, আশরাফ রফিক ম্যানশনের সামনে নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে আড্ডা দেয়ার সময় রেলিং ভেঙে নিচে পড়ে যায়। আশরাফ এবারে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে তার মামা এনাম উদ্দিন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।