Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেস ব্রিফিংয়ে-হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট হাজীদের স্বার্থে চূড়ান্ত নিবন্ধন ৩০ মে পর্যন্ত বর্ধিত করুন

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হাজীদের স্বার্থে চূড়ান্ত নিবন্ধনের তারিখ আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করুন। একটি কুচক্রী মহল সরকারের সুষ্ঠু হজ ব্যবস্থাপনাকে বিশৃঙ্খলার সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় রয়েছে। কুচক্রী মহলটি গত ২২ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের নিবন্ধনের নোটিশ জারির ৫/৭ মিনিটের মধ্যেই এসএমএস দিয়ে ২৩ মার্চ হাবের ইজিএম ডেকে হজ এজেন্সি’র মালিকদের ধোঁকা দেয়ার চেষ্টা চালিয়েছিল। ২০১৫ সালে যারা হজ যাত্রীর কোটা বাণিজ্য করে দুর্নীতির আশ্রয় নিয়েছিল তারাই এই কুচক্রী মহলের হোতা। প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রীকে হজে পাঠাতে সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। এ জন্য কমপক্ষে ৫০ হাজার নতুন হজ কোটা বরাদ্দ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যোগ নিতে হবে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে ফ্রন্টের প্যানেল প্রধান, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া লিখিত বক্তব্যে একথা বলেন। তিনি হাজী ও হজ এজেন্সিগুলোর স্বার্থ রক্ষায় কুচক্রী মহলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য হজ এজেন্সির মালিকদের উদাত্ত আহবান জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থাপনা করেন হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট নেতা এবং বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল নাসের। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ্ সম্রাট, আকবর ট্রাভেলস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও বায়রার সাবেক নেতা আকবর হোসেন মঞ্জু , হাব সমন্বয় পরিষদের আহ্বায়ক আলহাজ রুহুল আমিন মিন্টু, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী গোলাম মোহাম্মদ, আটাবের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আরেফ, আটাবের সাবেক যুগ্ম মহাসচিব আবুল হাসান, এয়ার কানেকশন ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ, এয়ার ট্যুরস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ সুলাইমান, ময়মনসিংহ ট্রাভেলস এজেন্সি’র স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আমিনুল হক আমিন, হাবের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাহাবুবুর রহমান, হাব নেতা মাওলানা ফজলুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান, এ এস এম ইব্রাহিম, অধ্যাপক কামাল উদ্দিন, সা’দ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী আলহাজ মোঃ শহীদ উল্লাহ খাও হাব নেতা আবু তাহের। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি প্রাক-নিবন্ধন নিয়ে যারা সন্ধ্যায় ব্যাংক খোলা রাখার নোটিশ জারি করিয়ে চক্রান্ত করে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল তাদের বিচার করতে হবে। তাদের জন্যই ৭৫৮টি হজ এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি অব্যবহৃত হজের কোটা চূড়ান্ত নিবন্ধন এর পূর্বেই বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তর করতে হবে। সরকারি কোটা অবশিষ্ট রেখে সউদী সরকারের কাছে নতুন কোটা চাওয়া যুক্তিসঙ্গত হবে না। প্রেস ব্রিফিংয়ে কমপক্ষে ৫০ হাজার হজযাত্রীর নতুন কোটা বর্ধিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করে কতিপয় দাবি পেশ করা হয়। চুক্তিপত্রের ১৮ নং শর্তানুযায়ী সরকারি নির্দেশনা মোতাবেক দেড়শ’ হজযাত্রী কোটা পূরণকারী প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রীকে হজে পাঠাতে হবে, সকল মুনাজ্জেমের কমপক্ষে ৬ মাসের মাল্টিপোল ভিসা ইস্যু, আইটি’র বিষয়ে সরকার গঠিত তদন্ত কমিটি’র প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অথবা আগামী ৩০ মে পর্যন্ত নিবন্ধনের তারিখ বর্ধিত করা হোক, হজ টিকিট সিন্ডিকেট বন্ধ করে হাজী যার হজ টিকিট তার এ নীতি’র আলোকে সরাসরি এয়ারলাইন্স থেকে হজ টিকিট ক্রয়ের সুযোগ দিতে হবে, হজ মৌসুমে সকল এয়ারলাইন্সকে (থার্ড ক্যারিয়ার) হজযাত্রী পরিবহনে সুযোগ দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ