Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসিতে ফিরছেন মনোহর!

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৫ মার্চ আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শশাঙ্ক মনোহর। সেই থেকে নাটকের শুরু। নাটকের রং এবার আরো বাড়িয়ে দিল মনোহরের ফিরে আসার ঘোষণা। পদত্যাগের সিন্ধান্ত বদলে সভাপতির পদে ফিরছেন আইসিসি প্রেসিডেন্ট।
তবে এই ফেরা ক্ষণিকের জন্য। পরিচালনা পরিষদের নীতিগত কিছু সিদ্ধান্ত এখনো অনুমোদনের অপেক্ষায়। সেগুলো চ‚ড়ান্ত অনুমোদন করে তবেই বিদায় বলবেন ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বাতায় নির্বাচিত হওয়া আইসিসির প্রথম স্বাধীন প্রেসিডেন্ট। গতকাল এক বিবৃতিতে তিন বলেন, ‘পরিচালনা পর্ষদের চাওয়া ও আমার প্রতি তাদের যে আস্থা তার প্রতি সম্মান জানিয়েই আমি ফিরতে চাই। তবে আমি যে ব্যক্তিগত কারণ দেখিয়েছি তা বদলাবে না। আইসিসির চলমান সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমি চালিয়ে যেতে ইচ্ছুক।’
গত ফেব্রæয়ারিতে আইসিসির সভায় প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এছাড়া তিন সংস্করণের ক্রিকেটেই আনা হয় সংস্কারের প্রস্তাব। সেই সব প্রস্তাবই এখন চ‚ড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। কিন্তু শুরু থেকেই অর্থনৈতিক অবকাঠামোর পরিবর্তন মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর কারণও স্পষ্ট। ‘তিন মোড়লের’ দিন তো এতে শেষ হবেই সাথে আইসিসি থেকে ভারতের লাভের অঙ্কও কমে যাচ্ছে উল্লেখযোগ্য হারে, আর আয় বাড়ছে বাংলাদেশসহ অন্য দলগুলোর। আইসিসিও সমতায় বিশ্বাসী। আর এ ব্যাপারটাই মেনে নিতে পারছে না বিসিসিআই। তারা স্পষ্ট জানিয়েও দিয়েছে আইসিসির অনেক প্রস্তাব তারা মানে না।
এমন নানা সমস্যাগুলো সমাধান করার জন্যই ফিরছেন বলে জানিয়েছেন মনোহর। বিসিসিআইয়ের পরিচালনা পরিষদের প্রতিনিধি ভিক্রম লিমায়ও জানালের তেমনটিই, ‘বর্তমান সমস্যাগুলো সবার সন্তুষ্টিতেই সমাধান করাটা জরুরি। এ নিয়ে মনোহরের সাথে আমাদের আলোচনা হয়েছে। এর সন্তুষ্টিজনক সমাধা করে আইসিসির সাথে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
মনোহরের ফেরাকে স্বাগত জানিয়েছেন ‘তিন মোড়ল’এর বাকি দুই দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও খুশি মনোহরের ফিরে আসার ঘোষণায়, ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থে শশাঙ্ককে আইসিসির চেয়ারম্যান হিসাবে প্রয়োজন, বিশেষ করে এমন কঠিন সময়ে। আমাদের পূর্ণ সমর্থনের ব্যাপারে তিনি আশ্বস্ত থাকতে পারেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ