Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘সবার আগে দেশ,তারপর আইপিএল’

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ৫ এপ্রিল থেকে ২১ মে ভারতের মাটিতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) । গত বছর সানরাইজার্স হায়দারাবাদকে প্রথমবারের মতো ট্রফি জিতিয়ে আইপিএল হিরোর খ্যাতি পেয়েছেন। আইপিএলে নিজের অভিষেক আসরে ১৭ উইকেটে আইপিএল সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার নিয়েছেন জিতে বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত বছরে আইসিসির বর্ষসেরা উদীয়মানের স্বীকৃতিও পেয়েছেন সাতক্ষীরার এই ছেলেটি। এমন ধারাবাহিক সাফল্যে সানরাইজার্স হায়দারাবাদ অপরিহার্য বিদেশি ক্রিকেটার হিসেবে তাদের দলে রেখে দিয়েছে মুস্তাফিজকে।
তবে এবার আইপিএলে মুস্তাফিজুরের খেলার পথে বড় বাধা বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আগামী ৬ এপ্রিল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের সফর চলবে বলে আইপিএলের শুরুতে মুস্তাফিজুরকে পাওয়ার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, আগামী ১২ মে থেকে ২৪ মে পর্যন্ত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে টূর্নামেন্ট অপেক্ষা করছে বলে আইপিএলের গুরুত্বপূর্ণ রাউন্ডগুলোতেও খেলতে পারবেন না মুস্তাফিজ। আয়ারল্যান্ড সফর এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে সাসেক্সে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পে মুস্তাফিজুরের প্রয়োজন দেখা দিলে সানরাইজার্স হায়দারাবাদের পক্ষ থেকে ১ কোটি ৪০ লাখ রূপী আয়ের পথও হয়ে পড়বে রুদ্ধ। সামনে যেহেতু বাংলাদেশের সামনে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য আইসিসি’র শর্ত পূরণ হয়ে পড়েছে চ্যালেঞ্জ, তাই মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দেয়ার পক্ষপাতী নন ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি।
ইনজুরি থেকে ফিরে নিউজিল্যান্ড সফরে কামব্যাক করেছেন। নিজের ইচ্ছায় হায়দারাবাদ টেস্টের দল থেকে নাম প্রত্যাহার করে নিলেও শ্রীলঙ্কা সফরে টেস্টে করেছেন আগুন বোলিং। বিরামহীন ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুরের খেলছেন বলে আইপিলে তার বিরূপ প্রভাব পড়তে পারে, ভারতের এক সাংবাদিক এমন প্রশ্ন করেই পেয়েছেন মাশরাফির কঠিন জবাব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুস্তাফিজুরকে দলের সঙ্গে রাখার পক্ষপাতী মাশরাফি ওই সাংবাদিককে স্পষ্ঠ জানিয়ে দিলেন আগে দেশ, তারপর আইপিএল। শ্রীলঙ্কায় বাংলাদেশের ওয়ানডে সিরিজ কভার করা একটি অনলাইন মাশরাফির সেই বক্তব্যই ধরেছে তুলে ‘ মুস্তাফিজের ফিটনেসের জন্য ওর যদি বিশ্রাম প্রয়োজন হয়, সেটা ফিজিও ট্রেনাররা আলোচনা করবেন। আমি মনে করি, আইপিএল না খেলে যদি জাতীয় দলের হয়ে সব ম্যাচ খেলে, সেটাই ভালো। কারণ, সবার আগে দেশ।’
তার এক স্পেলেই (৭-১-২৪-৩) বাংলাদেশের শততম টেস্টে ছিন্ন ভিন্ন হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন মাত্র একটি টি-২০ ম্যাচ, গত বছর এশিয়া কাপ টি-২০’র সেই ম্যাচেও মুস্তাফিজুরের বোলিংয়ে (৪-০-১৯-১) হেসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে অবতীর্ণ হচ্ছেন মুস্তাফিজ। ওয়ানডেতে ১১ ম্যাচে ৩০ উইকেটে বিস্ময়কর এই কাটার মাস্টার ডাম্বুলার শ্লো উইকেটেও ছড়াবেন আতঙ্ক, এই বিশ্বাস মুস্তাফিজুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মাশরাফি। দলের সেরা বোলিং অস্ত্রকে উজ্জীবিত করতে বলেছেন ‘মুস্তাফিজ, এটা তোর উইকেট। উড়িয়ে দিবি।’

 



 

Show all comments
  • আরিফুর রহমান ২৫ মার্চ, ২০১৭, ১:৫২ পিএম says : 0
    আমরা ক্রিকেট ভক্তরাও এই চাই..........আইপিএল না গেলেই অনেক ভালো হত।
    Total Reply(0) Reply
  • MD Mostafa ২৫ মার্চ, ২০১৭, ১:৫২ পিএম says : 0
    of course
    Total Reply(0) Reply
  • শায়লা জাহান ২৫ মার্চ, ২০১৭, ১:৫২ পিএম says : 0
    Obosshoi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ