Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্ষুদে গানরাজে অতিথি বিচারক রুনা লায়লা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’র একটি বিশেষ পর্ব নির্মিত হয়েছে। এ পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি অতিথি বিচারকের দায়িত্বের পাশাপাশি কাটিয়েছেন শিশু-কিশোর সংগীত প্রতিযোগীদের সাথে। কখনো বিচারকের আসনে, কখনো শিশু-কিশোরদের সাথে মঞ্চে আবার কখনো অনুষ্ঠানটি সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলে সময় কাটিয়েছেন। রুনা লায়লা মূলত অংশ নিয়েছেন ক্ষুদে গানরাজের ফাইনাল রাউন্ডের অতিথি বিচারক হিসেবে। এ রাউন্ডের প্রচার শুরু হবে দুটি পর্ব প্রচারের মধ্য দিয়ে। পর্ব দুটি প্রচার হবে ৩ ও ৪ এপ্রিল রাত ৮টায় চ্যানেল আইতে। এ পর্ব দুটিতে ব্যবহৃত হয়েছে রুনা লায়লার কণ্ঠের ৮০ দশকের চলচ্চিত্রের গান। যা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল শিশু-কিশোরদের চরিত্রে। ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন-৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার-এর প্রধান বিচারকের দায়িত্ব আছেন ফেরদৌস আরা এবং এস আই টুটুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী ও পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। এ পর্ব দুটি স¤প্রতি ধারণ করা হয়েছে চ্যানেল আই ভবনে ক্ষুদে গানরাজের স্টুডিও সেটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লায়লা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ