Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পুরো সময় বাসায় কাটছে রুনা লায়লার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

গত বছর করোনালকডাউন শুরু হওয়ার পর থেকে ঘর থেকে বের হননি বললেই চলে প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। করোনা টিকা নেয়ার জন্য এবং স্বাধীরনতার সুবর্ণজয়ন্তী’তে পরপর দু’দিন স্টেজ শো করতে ঘর থেকে বের হয়েছিলেন। এর বাইরে আর কোথাও যাননি। রুনা লায়লা জানান, ঘরে বসে বই পড়ে ও গান শুনে তার সময় কাটে। পাশাপাশি নতুন গানের সুর করছেন। তিনি বলেন, নতুন করে গানের সুর করা অনেকটা নেশায় পরিণত হয়েছে। এজন্য অনেক গান শুনতে হয়। দেশের নতুন ও পুরনো শিল্পীদের গান শুনি। নিজের গানও শুনি। নতুন পুরোনো সব গানই শোনা হয়ে থাকে। সেসব গানে নিজের ভুল-ত্রুটি বের করার চেষ্টা করি। এমন গান শুনে আফসোস হয়, আরেকটু ভালো করে গাইতে পারলে আরো ভালো হতো। রুনা লায়লা বলেন, ‘জানিনা কবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ শুরুতেই লন্ডনে যাবো আমার মেয়ের কাছে। সেই গত বছর মার্চ থেকে বাসায় বন্দী হয়ে আছি। তাই লন্ডন যাবার জন্য মনটা অস্থির হয়ে আছে। দুই নাতিকে দেখতে খুব ইচ্ছে করছে। করোনা পরিস্থিতিতে রুনা লায়লা সবার প্রতি অনুরোধ করে বলেন, সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন। জরুরী কাজে বাইরে বের হলে ভালোভাবে মাস্কা পরবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুনা লায়লা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ